মো. নেয়ামত উল্লাহ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | পড়া হয়েছে 624 বার
আমি আপনাদের মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়ালেখা করে জীবন সংগ্রামের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। আমি যেখানে যাই সেখানে গর্বের সাথে পরিচয় দিয়ে থাকি যে, আমি কোন কোটিপতি পরিবারের সন্তান না, আমার বাবা একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন। তাই আপনারাও নিজ নিজ বৃত্তের মধ্য থেকে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গুণীজন সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে ইউএনও মোহাম্মদ মাসুম উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এম.এ মাশরেকী মেমোরিয়্যাল ফাউন্ডেশন ও তৃষা-তুলি বিদ্যানিকেতনের যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে নবীনগর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম.এ মাশরেকী মেমোরিয়্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার মাশরেকী।