নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | পড়া হয়েছে 90 বার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণ ও ১১টি যানবাহনে অগ্নিসংযোগসহ বাড়ি এবং অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মজিবুর রহমানে মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম গত কয়েকদিন আগে দুইপক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপসহ গুলিবর্ষণ করে। একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে স্বপন, রাজু, আলামীন, বাবু, রফিক ও সাগর নামে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়। এ ছাড়া ১০টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দিপু ভুঁইয়ার (মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু) নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি গতকাল (সোমবার) কোনো একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, দিপু ভুঁইয়ার নির্দেশে ছাত্রদল নেতা ও শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করবে। এ কারণে আমি পুলিশ প্রশাসনকে আগে থেকে জানিয়ে রেখেছি। তবুও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’সেলিম প্রধান বলেন, ‘বিগত আওয়ামী লীগ আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর লোকজন আমার বাড়িতে হামলা ও গুলি করেছে। গতকাল সেই গাজীর ফাঁসির দাবিতে আমার এলাকার লোকজন মানববন্ধন করেছে। এই কারণে আজ আমার বাড়িতে হামলা চালিয়েছে গাজীর ঘনিষ্ঠ লোক দিপু ভূইয়া। দিপু ভূইয়া বিএনপি নেতা হলেও গাজীর হয়ে রূপগঞ্জে কাজ করছে। তার সব সেক্টর দিপু নিয়ন্ত্রণ করছে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের ভাড়ার চুক্তি নিয়ে বিগত আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মজিবুর রহমান ও সেলিম প্রধানের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। সাত-আটটির মতো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
মেহেদী হাসান সৈকত/এএমকে